আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে নিখোঁজ মিশুকের সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের নিখোঁজ ছাত্র মিশুক খানের সন্ধান চেয়ে তার পরিবার সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই)  ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এ  সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন মিশুকের স্বজনরা কান্নায় ভেঙে পরে।

পরিবারের তথ্য মতে, মো: মিশুক খান সিদ্ধিরগঞ্জে নাসিকের ৩নং ওয়ার্ডের মুক্তিনগর নয়াআটি এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ২০১৬-২০১৭ সেশনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ইলেট্রিক্যাল টেকনোলজিতে ভর্তি হয়। বর্তমানে সে ৬ষ্ঠ বর্ষে অধ্যয়নরত। সিদ্ধিরগঞ্জে নাসিকের ৩নং ওয়ার্ডের রসুলবাগস্থ হাজী ইকবালের বাড়িতে ভগ্নিপতি কাজী ফিরোজ আহম্মেদের ভাড়া বাসায় থেকে লেখা-পড়ার পাশাপাশি শিমরাইলে ডেনিস কনডেন্স মিল্ক মিলের প্যাকিং বিভাগে চাকরী করতো।

২৯ মে বেলা দেড়টায় অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ পাওয়া যায়। তার কোন সন্ধান না পেয়ে ৩০ মে তার ভগ্নিপতি কাজী ফিরোজ আহমেদ সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। (জিডি নং-১৪৯৩)। এক পর্যায়ে ফিরোজ আহমেদ তার শ্যালকের সন্ধান চেয়ে ডিআইজি ঢাকা রেঞ্জে লিখিত আবেদন করেন। পরে ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয় থেকে এক বার্তার মাধ্যমে (সিদ্ধিরগঞ্জ থানার বার্তা নং-১১৪) ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর পুলিশ সুপারকে অবহিত করা হয়।