আজ রবিবার, ১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে নারী ডিশ ব্যবসায়ী উপর নাসিক কাউন্সিলরের হামলা

সিদ্ধিরগঞ্জে নারী

সিদ্ধিরগঞ্জে নারী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে নারী ডিশ ব্যবসায়ী ও তার সহযোগীর উপর হামলা চালিয়েছে নাসিক কাউন্সিলরের নির্দেশে তার সহযোগীরা। সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় রোববার রাত ১০ টায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে ঐ নারী ব্যবসায়ী। সিদ্ধিরগঞ্জ থানায় তিনি এ ব্যাপারে অভিযোগ করতে গেলে অভিযোগ গ্রহণ করেননি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এমনকি তার জিডিও গ্রহণ করেনি পুলিশ। তবে কাউন্সিলরের বাহিনী হামলা করার ব্যাপারটি অস্বীকৃতি জানিয়ে কাউন্সিলর আলী হোসেন আলা বলেন, আমার লোকজনতো কিছু করে খেতে হবে। তাই আমরা ডিশ বাবুর কাছ থেকে ডিশ সংযোগ নিয়ে এ এলাকায় ডিস সংযোগ দিচ্ছিলাম। কিন্তু শেলী বাহিনী আমাদেরকে বাধা প্রদান করে।
এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় দীর্ঘদিন ধরে ডিস ব্যবসা করে আসছে উৎসব স্যাটেলাইট নেটওয়ার্কের মালিক শেলীনা হক (শেলী)। কিছুদিন পূর্বে নাসিক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলী হোসেন আলার নির্দেশে তার সহযোগীরা ওই এলাকার ডিস ব্যবসা অর্ধেক তাদের নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনাটি ওই সময় শেলীনা হক (শেলী) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। রোববার রাতে ওই এলাকায় কাউন্সিলর আলী হোসেন আলা বাহিনী পুরো কদমতলী এলাকায় তাদের ডিশ সংযোগ সম্প্রসারণ করতে থাকে শেলীনা হক (শেলী)’র ডিশ সংযোগ কেটে দিয়ে। এতে শেলীনা হক (শেলী) আলী হোসেন আলা বাহিনীকে মৌখিকভাবে বারণ করলে কাউন্সিলর আলী হোসেন আলার সহযোগী সাহাবুদ্দিন প্রধান, নূরুল প্রধান, জাহাঙ্গীর, সালাহউদ্দিন, রনি প্রধানসহ ১০/১২ জন ডিশ ব্যবাসায়ী শেলীনা হক (শেলী) এবং তার ব্যবসায়ীক পার্টনার নাসিমার উপর হামলা চালায়। এসময় আলী হোসেন আলা বাহিনী তাদেরকে শ্লীলতাহানি করে। পরে এলাকাবাসী তাদের সহযোগীতায় এলে হামলাকারীরা পালিয়ে যায়। চিকিৎসা শেষে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ করতে গেলে পুলিশ তার কোন অভিযোগ গ্রহণ করেনি। এমনকি তার জিডিও গ্রহণ করেনি পুলিশ। এ ব্যাপারে ডিশ ব্যবসায়ী শেলীনা হক (শেলী) বলেন, আমি এ এলাকায় দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে ডিশ ব্যবসা করে আসছিলাম। ইতিপূর্বে আমার অর্ধেক এলাকা তারা জোরপূর্বক দখল করে নেয়। রবিবার দিবাগত রাতে তারা আমার অবশিষ্ট ডিশ সংযোগ কেটে তাদের ডিশ সংযোগ দিচ্ছিল। তাদেরকে মৌখিকভাবে আমি বাধা দিলে তারা আমার উপর এবং আমার ব্যবসায়ীক পার্টনারের উপর হামলা চালায়। পরবর্তীতে আমি সিদ্ধিরগঞ্জ থানায় গেলে পুলিশ আমার অভিযোগ বা জিডি গ্রহণ করেনি। আমি এ ব্যাপারে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। তবে কাউন্সিলরের বাহিনী হামলা করার ব্যাপারটি অস্বীকৃতি জানিয়ে কাউন্সিলর আলী হোসেন আলা বলেন, আমার লোকজনতো কিছু করে খেতে হবে। তাই আমরা ডিশ বাবুর কাছ থেকে ডিশ সংযোগ নিয়ে এ এলাকায় ডিশ সংযোগ দিচ্ছিলাম। কিন্তু শেলী বাহিনী আমাদেরকে বাধা প্রদান করে।
এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। অন্য দিকে থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। কেউ কোন অভিযোগ করতে আমার কাছে আসেনি।

স্পন্সরেড আর্টিকেলঃ