আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে নারী শ্রমিক মৃত্যুর ঘটনায় শ্রমিকদের ভাঙচুর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক মালা আক্তার মিতু হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ৬ টি পোশাক কারখার শ্রমিক।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গার্মেন্সট কারখানার দরজা জানালা ভাংচুর করে। পরে শিল্প পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মিতু ইকবাল গ্রুপের কৃষ্ণচুড়া ফ্যাশনের অপারেটর। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ এলাকার ফুল মিয়ার মেয়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জপুল এলাকার ইকবাল গ্রুপের কৃষ্ণচুড়া ফ্যাশনের পোশাক কারখানার শ্রমিক মিতুসহ কয়েকজনকে একটি বাস চাপায় দেয়। পরে মিতুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাতেই তার মৃত্যু হয়। আহত শ্রমিকদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। 

বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে এ খবর পেয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে এবং আসবাবপত্র ভাংচুর করে। এক পর্যায়ে শ্রমিকরা সকাল সাড়ে দশটার দিকে রাস্তায় নেমে আসে। 

তারা ঘটনার জন্য দায়ী বাস চালকের শাস্তি ও নিহতের ক্ষতিপূরণের দাবিতে নারায়ণগঞ্জ-আদমজী সড়ক অবরোধ করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে শ্রমিকরা বিভন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। 

এতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শ্রমিকরা আদমজী ইপজেডে অবস্থিত বেশ কয়েকটি গার্মেন্টস কারখানার দরজা জানালা ভাংচুর করে। পরে শিল্প পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়। বেলা এগারোটার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। 

নারায়ণগঞ্জের শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বিক্ষুদ্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।