সংবাদচর্চা রিপোর্ট:
প্রায় ৫০/৬০ কোটি টাকার নকল পণ্য সামগ্রীসহ সিদ্ধিরগঞ্জে গ্রেফতার আটজনকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) দুপুরের দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ূন কবীরের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মো. সাঈদুল ইসলাম, আমিনুল, সোহাগ, সিরাজুল ইসলাম, অহিদুল ইসলাম, রাজীব, মইনুল ইসলাম ও মেহেদী হাসান।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই। তিনি জানান, অধিকতর তদন্তের স্বার্থে আটকদের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেককে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২ অক্টোবর রাত এগারটার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ধানমন্ডির বাসিন্দা হাজী বেলায়েত হোসেনের মালিকানাধিন মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেড ও ম্যাক্স ইলেক্ট্রো ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নকল প্রসাধনি ও ইলেক্ট্রিক পণ্য সামগ্রী জব্দ করে পুলিশ। এখানেই তৈরি হতো বিশ্ববিখ্যাত নানা ব্র্যান্ডের নকল প্রসাধনি ও এলজি, স্যামসাং, প্যানাসনিক, সনি এলসিডি, এলইডি টিভিসহ ফ্রিজ, মাইক্রোওভেন।