সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ১০ তলা ভবনের নবনির্মিত দেয়াল ধ্বসে মাথা ও সারা শরীরে ইটের গাঁথুনী পড়ে গুরুতর জখম হয়ে, শিল্পী বেগম (৪৫) ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ শে মার্চ রবিবার সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ২নং ওয়ার্ড পাইনাদী নতুন মহল্লা ধনু হাজী রোডের পশ্চিমে ডিএন্ডডি খালের পাশে নবনির্মিত ১০ তলা ভবনের দেয়াল ধ্বসে শিল্পী বেগম আহত হন।
নবনির্মিত ১০তলা ভবনের পাশে বসবাসকারী শিল্পী বেগমের স্বামী সেলিম মিয়া জানান ৮/১০ বৎসর যাবৎ পরিাবার নিয়ে এ এলাকায় তিনি নিজের ক্রয়কৃত ভ’মিতে টিনের ঘর তুলে বাস করছেন। সেলিম মিয়া বলেন , ঘটনার দিন সন্ধ্যা বেলা আমার স্ত্রী আমার রিজার্ভ ট্যাংকির ছাদের উপর বসে টিপ কল থেকে বালতিতে পানি ভর্তি করছিল হঠাৎ ১০ তলা ভবনের ছাদের উপর থেকে ইটের গাঁথুনীর দেয়াল ধ্বসে নিচে আমার স্ত্রীর মাথা ও শরীরে পড়ে। ইটের প্রচন্ড আঘাতে ট্যাংকির ছাদ ভেঙ্গে আমার স্ত্রীর মাথা ও শরীর ট্যাংকির ভিতরে ঢুকে যায়।
প্রচন্ড শব্দের আওয়াজ শুনে দ্রুত ছুটে এসে আমার মেয়ে ও আমি রড কেটে আমার স্ত্রী কে বের করে দেখতে পাই তার মাথা ফেটে মগজ দেখা যাচ্ছে ,আমার স্ত্রীর পায়ের অস্থি সন্ধি ও হাড় ভেঙ্গে পায়ের ভিতরে রড ঢুকে গেছে। আমরা দ্রুত আমার স্ত্রীকে ঢাকা মেডিকেলে কলেজে নিয়ে ভর্তি করি। শিল্পী বেগমের কন্যা সুমাইয়া বলেন , মনির নামে এক ব্যক্তি তার বন্ধুদের নিয়ে আমাদের বাড়ীর পাশে ১০তলা ভবন ২ বছর যাবৎ নির্মাণ করছে।
কিন্তু তারা নিরাপত্তা বেষ্টনী ছাড়াই নির্মাণ করছে। আমাদের বাড়ীতে বিভন্ন সময়ে নির্মাণ সামগ্রী ছিটকে পড়ছে। এ বিষয়ে তাদের কে জানালে তারা আমাদের কথা না শুনে আমাদের কে হুমকী ধমকি দেয়। ঘটনার কিছুক্ষণ পূর্বে আমি ঘরের ভিতরে যাই বলে আমি র্দুঘটনার কবল থেকে আল্লাহ আমকে রক্ষা করেন। আমার মায়ের অবস্থা আশংকা জনক। তার মাথার মধ্যভাগে ১০ টি সেলাই করা হয়েছে।
পায়ের হাড়, জোড়া লাগানের জন্য চিকিৎসা করা হচ্ছে।এ ব্যাপারে শিল্পি বেগমের ভাই ইখতিয়ার হোসেন বাবু সিদ্ধিররগঞ্জ থানায় জিডি করেন। উপ-পরিদর্শক সামসূল আলম ঘটনাস্থলে এসে বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আর ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেয়াল ধ্বসে শিল্পি বেগমের উপর পড়ল কেন , কারা এর পিছনে জড়িত তার রহস্য উদঘাটন করে, মনির হোসেন হোসেন গং দের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন এলাকার জনগন।