আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুতুবপুরে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

সংবাদচর্চা রিপোর্টঃ

ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের সাহেবপাড়া এলাকায় বিদ্যুত বিভাগের কর্মকর্তা ফারুক মিয়ার ৫ তলা বাড়ির নিচ তলার একটি ফ্লাটে অগ্নিকাণ্ডে দগ্ধ কিরণ মিয়া ইন্তেকাল করেছেন। এর আগে তার মা নুরজাহান বেগম (৬০) মারা গেছেন।  কিরণ মিয়ার শরীরের ৭০ শতাংশ পোড়া ছিল। তার ছেলে আপন মারা গেছে।

আরও পড়ুনঃ কুতুবপুরে একই পরিবারের দগ্ধ ৮

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছে। তবে চিকিৎসাধীন আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ আট জন দগ্ধ হয়।

 

সর্বশেষ সংবাদ