সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার(২৯ আগস্ট) বিকেল ৫ টায় নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল হেকিমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য আমিন উদ্দিন, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, নাসিক ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল মোতালিব, সাধারণ সম্পাদক আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা সুলতান মোহাম্মদ গিয়াস উদ্দিন টুলু, আবু বক্কর সিদ্দিক, নাজিম উদ্দিন নাজু, আবদুল হাকিম, হাজি জসিম উদ্দিন, লোকমান হেকিম, আবদুল কাদির, ফারুক আহমেদ, পিয়ার আলি, হাজি ফিরোজ সাহি, এনায়েতুর রহমান, ফয়েজ মজুমদার, মনির হোসেন ও রহমত উল্লাহসহ প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা মো: ফজলুল হক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবদুল মতিন।
আলোচনা শেষে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শাহাদাত বরণকারীদের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।