সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় র্যাব ১১’র অভিযানে শেখ দিনাছ উদ্দিন ওরফে দ্বীন ইসলাম (৪০) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ্ বাংলা টিমের এক সক্রিয় সদস্য গ্রেফতার। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। গত শনিবার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেখ দিনাছ উদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল থানায়। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১’র সিনিয়র এএসপি শাহ মো.মশিউর রহমান জানান, নারায়ণগঞ্জে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ্ বাংলা টিম)’র দাওয়াতি ও সদস্য সংগ্রহের কাজ করে আসছিলো শেখ দিনাছ উদ্দিন। তিনি আরও জানান, শেখ দিনাছ উদ্দিন ২০১৮ সালে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ্ বাংলা টিম) এ যোগ দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। সে মার্শাল আর্ট ও অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।