আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে জঙ্গি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় র‌্যাব ১১’র অভিযানে শেখ দিনাছ উদ্দিন ওরফে দ্বীন ইসলাম (৪০) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ্ বাংলা টিমের এক সক্রিয় সদস্য গ্রেফতার। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। গত শনিবার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেখ দিনাছ উদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল থানায়। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১’র সিনিয়র এএসপি শাহ মো.মশিউর রহমান জানান, নারায়ণগঞ্জে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ্ বাংলা টিম)’র দাওয়াতি ও সদস্য সংগ্রহের কাজ করে আসছিলো শেখ দিনাছ উদ্দিন। তিনি আরও জানান, শেখ দিনাছ উদ্দিন ২০১৮ সালে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ্ বাংলা টিম) এ যোগ দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। সে মার্শাল আর্ট ও অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ