সিদ্ধিরগঞ্জ : সিদ্ধিরগঞ্জ থানার নয়াআটি মুক্তিনগড় এলাকায় ছিনতাইকারীর কবলে দু’শিক্ষার্থী। গত শনিবার রাত সাড়ে ৮’টায় নাসিক ৩নং ওয়ার্ড নয়াআটি মুক্তিনগর এলাকা এ ঘটনাটি ঘটে। এ ব্যপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, নয়াআটি মুক্তিনগড় এলাকায় আবুল কালামের ছেলে আবু সাঈদ ও একয় এলাকার কামালের শেখের ছেলে ফাহিম। গত শনিবার রাতে প্রাইভেট পরে বন্ধুদের সাথে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে কয়েক জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের গতিরোদ করে। আমার পকেট থেকে নহত ১০’ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় আমার বন্ধু ফাহিম ও আমি বাধা দিলে ছিনতাইকারীরা আমাকে ও আমার বন্ধুকে পিটিয়ে ও চাকু দিয়ে রক্তাক্ত জখম করে। আমাদের আত্মচিৎকারে আশপাশের লোক জন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থায়ীয়রা আমাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’শয্যা হাতপাতলে ভর্তি করে। এ ব্যপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।