আজ শনিবার, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে চোরাই মোবাইলসহ আটক আসামি রিমান্ডে

সিদ্ধিরগঞ্জে মোবাইল ছিনতাই চক্রের  সদস্য  কামরুল হাসান ওরফে রিপন (২০) এর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

এর আগে গত মঙ্গলবার ( ২১ জানুয়ারি )  সন্ধ্যায়  শিমরাইলস্থ আমিরুন্নেছা সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করে চোরাইকৃত ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১৩২টি স্মার্ট মোবাইল ফোনসহ  কামরুল হাসান ওরফে রিপন (২০ ) গ্ৰেপ্তার করে পুলিশ  ।

রিমান্ডকৃত কামরুল হাসান ওরফে রিপন (২০) কে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাশিমপুর এলাকার মজিবুর পাটোয়ারীর ছেলে।