আজ সোমবার, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে ড্রেনে আগুন

সংবাদচর্চা রিপোর্ট 

নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গ্যাসের লাইনের লিকেজ থেকে ড্রেনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির পাশের ড্রেনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকেী এ অগ্রিকান্ডের সূত্রপাত বলে নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুল হাই।

তিনি বলেন, দুপুর ২টার দিকে ড্রেনের মধ্যে আগুন লাগার খবর পাই এলাকাবাসীর মাধ্যমে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের ২টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। দ্রুত সময়ের মধ্যে হস্তক্ষেপ নেয়ায় বড় ধরনের বিস্ফোরণ থেকে এলাকাবাসী রক্ষা পেয়েছেন। পরে তিতাস গ্যাসের লোকজনকে খবর দিয়ে লিকেজ হওয়ার গ্যাসের পাইপ লাইন মেরামতের ব্যবস্থা করা হয়।

এলাকাবাসী জানায়, নাসিক ১ নং ওয়ার্ডের শাপলা চত্বর, হিরাঝিলসহ আশপাশের এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে এমন দুর্ঘটনা কিছু দিন পর পর ঘটছে। এলাকাবাসী এ ব্যপারে তিতাস গ্যাস অফিসে ফোনে অভিযোগ করলেও গ্যাস পাইপগুলোর লিকেজ ঠিক করা হয়নি।

এসএএইচ/এসএএইচ

স্পন্সরেড আর্টিকেলঃ