আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে গাড়ি আটকে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই

সংবাদচর্চা রিপোর্ট:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে একটি প্রাইভেটকার আটকে অস্ত্রের ভয় দেখিয়ে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘঢ়টেছে। ৬টি মটরসাইকেলে করে আসা ৮ সশস্ত্র ছিনতাইকারী ওই ঘটনার পর পালানোর সময়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

১ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জে সাজেদা হাসপাতালের সামনে ওই ঘটনা ঘটে।

ঘটনার শিকার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার কাপড় ব্যবসায়ী মনির হোসেনের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস আই কামরুল ইসলাম জানান, মনির হোসেন তার শ্যালক ইমরানকে নিয়ে রাজধানীতে একটি মার্কেটে দোকান ক্রয়ের জন্য ৩২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। কিন্তু বৃহস্পতিবার ওই দোকান কিনতে না পেরে সেই টাকা নিয়ে সন্ধ্যায় কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়। তাদের বহন করা প্রাইভেটকারী সিদ্ধিরগঞ্জে সাজেদা হাসপাতালের সামনে আসলে ৬টি মটরসাইকেলে করে আসা ৮ সশস্ত্র ছিনতাইকারী হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে ফেলে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে রাখা ৩২ লাখ ৫০ হাজার টাকা লুটে দ্রুত পালিয়ে যায়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, পালানোর সময়ে সশস্ত্র ছিনতাইকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।