আজ মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ওয়াকিটকিসহ আটক-২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই ব্যক্তির বিরুদ্ধ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র‌্যাব-১০। সোমবার র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মো. আনিছুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

এর আগে রোববার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে সানারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. রাজিব ভূইয়া ও মো. আনিছ নামের দু’জনকে আটক করে এবং তাদের দখল থেকে ব্যাটারীসহ ১০টি ওয়াকিটকি সেট ও ১০টি ওয়াকিটকি সেট চার্জার উদ্ধার কর হয়।

আটককৃতরা হলেন, নরসিংদী শিবপুর ঘরবাড়ি গ্রামের মৃত আলফাজ উদ্দিন ভূইয়ার ছেলে মো. রাজীব ভূইয়া, সে ডেমরা থানার সানারপাড় এলাকার মুসলিম মিয়ার বাসায় ভাড়াটিয় হিসেবে ছিল এবং মন্সিগঞ্জ জেরার চর আবদুল্লাহ গ্রামের আব্দুল আওয়াল ফকিরের ছেলে মো. আনিছ, সে ঢাকার মধ্য বাড্ডা এলাকার গিয়াস উদ্দিন হাজীর বাড়ীতে ভাড়াটিয়া হেসেব বসবাস করে আসছিল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে আটক দুই ব্যক্তি অবৈধভাবে বেতার যন্ত্র ওয়াকিটকি ও ওয়াকিটকির সরঞ্জামাদি ক্রয়-ক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল।

(সংবাদচর্চা/৬জুন/এমএল)

স্পন্সরেড আর্টিকেলঃ