সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটি স্বীকৃত সিদ্ধিরগঞ্জে এমআরপি ( সর্বোচ্চ খুচরা মূল্য) বাস্তবায়ন কমিটির আলোচনা সভা গতকাল রোববার স্থানীয় একটি হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জের গোদনাইল, ২নং ঢাকেশ্বরী, জালকুড়ি রোড, চৌধুরীবাড়ি, লক্ষ্মীনারায়ণবাজার, পাঠানটুলী, এনায়েতনগরসহ অত্র এলাকার সকল ঔষধব্যবসায়ী আঞ্চলিক কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এমআরপি বাস্তবায়ন আঞ্চলিক কমিটির সভাপতি ডাঃ এম এ রাজ্জাক। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান খান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশেনের সভাপতি মোঃ মহসিন ভূইয়া, চৌধুরীবাড়ি রেললাইন আদর্শ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু ও আলিফ হসপিটাল এন্ড ল্যাবের এমডি এমদাদুল হক জসিম প্রমুখ। আলোচনা সভায় আমআরপি বাস্তবায়নের লক্ষ্যে বক্তারা তাদের অভিমত তুলে ধরেন।