আজ শুক্রবার, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ রাডার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ ওরফে রাডার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী জাহিদ ওরফে রাডার আজিবপুর বাগানবাড়ী এলাকার রহমানের ছেলে ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, সোমবার সন্ধ্যায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেমায়েত উদ্দিন ও হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আজিবপুর বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জাহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।