একশ দুই পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে মামুন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাক-১১। ৩ আগস্ট দুপুর আড়াইটার দিকে থানার মাদানী নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মামুন রূপগঞ্জ উপজেলার বরপা গাউছিয়ার আরিয়াবো এলাকার মৃত নুর ইসলামের ছেলে। তার কাছ থেকে নগদ ২৬‘শ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, আটক মামুন মাদানী নগর এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হইয়াছে।