আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মিয়া (৩৩), আলমগীর হোসেন (৩৮) ও নয়ন (২৩) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) রাত সোয়া ২টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকাস্থ যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলো, জালকুড়ি পশ্চিম পাড়া গোদারবাড়ী এলাকার আ: মোতালিবের ছেলে সেলিম মিয়া, একই এলাকার মৃত জজ মিয়ার ছেলে আলমগীর হোসেন ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার চরালথী এলাকার মৃত নগর আলীর ছেলে ও ফতুল্লা থানার শিবু মার্কেট এলকার আবুল হোসেনের বাড়ীর ভাড়াটিয়া নয়ন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জালকুড়ি কড়ইতলা এলাকা থেকে ৪৫ পিস ইয়বা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

স্পন্সরেড আর্টিকেলঃ