সিদ্ধিরগঞ্জে ৩৫০ পিছ ইয়াবাসহ ইয়াছিন আরাফাত জনি ওরফে হোয়াইট জনি(৩২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নং ঢাকেশ্বরী বালুর মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গোদনাইল নয়াপাড়া এলাকার মোহাম্মাদ আলীর বাড়ীর ভাড়াটিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গোদনাইলের ২নং ঢাকেশ্বরী এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে। এ খবরের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে গোদনাইল ২ নং ঢাকেশ্বরী বালুর মাঠ থেকে জনিকে আটক করি। পরে তার কাছ থেকে ৩৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় সোমবার রাতেই জনির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানায়, গ্রেফতারকৃত জনির নামে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে ।