আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে আ.লীগের সভাপতির ছেলে ইয়াবাসহ গ্রেফতার


নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী হোসেন আহমেদ সর্দারের ছেলে এবং সিটি কর্পোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম মন্ডলের অন্যতম সহগযোগী শিব্বির আহমেদ (৪০) কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৮ জানুয়ারী) দিবাগত রাত ১১টায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া আইলপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৯ জানুয়ারী) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া আইলপাড়া এলাকা থেকে শিব্বির আহমেদকে গ্রেফতার করে উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। এসময় তার কাছ থেকে ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। শিব্বির আহমেদ একটি সিন্ডিকেট তৈরী করে দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশ ও এলাকাবাসী জানায়। তার পিতা হোসেন আহমেদ সর্দার সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি। শিব্বির আহমেদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম মন্ডলের অন্যতম সহযোগী। সিরাজুল ইসলাম মন্ডল তাকে এবং তার অন্যান্য চিহ্নিত মাদক ব্যবসায়ী সহযোগীদের সঙ্গে নিয়ে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তাঁর সহধর্মিনী সালমা ওসমান লিপির প্রচার ও গনসংযোগ অনুষ্ঠানেও নিয়মিত অংশগ্রহন করেছিল। ঐ অনুষ্ঠানগুলোতে সিরাজুল ইসলাম মন্ডল তাকে এবং তার সহযোগীদের সঙ্গে নিয়ে সাংসদ শামীম ওসমান ও লিপি ওসমানের সাথে ছবিও তুলেছিল। যা পরবর্তীতে তারা নিজেদের শামীম ওসমানের কাছের লোক হিসাবে জাহির করতে এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সম্মানহানী করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছিল। সে দীর্ঘদিন যাবৎ নিজেকে যুবলীগের নেতা বলে এলাকায় প্রচার করে মাদক ব্যবসা ও ভুমিদস্যুতাসহ নানা অপকর্ম করে বেড়াত। যদিও যুবলীগের কোন পদে তার নাম নেই বলে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সূত্রে জানাগেছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিব্বিরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।