আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ২৮শে জানুয়ারি সকাল ১১ টার দিকে আদমজী ইপিজেডের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষর্শীরা জানান, স্থানীয় কাউন্সিলর ও যুব লীগের সভাপতি মতিউর রহমানের সমর্থক পানি আক্তার ও সাবেক কাউন্সিলর ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজ মন্ডলের সন্ত্রাসী  সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান সংবাদচর্চাকে জানান, ইপিজেডের ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন আহত হয়েছে।  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ সংবাদ