আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ২৮শে জানুয়ারি সকাল ১১ টার দিকে আদমজী ইপিজেডের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষর্শীরা জানান, স্থানীয় কাউন্সিলর ও যুব লীগের সভাপতি মতিউর রহমানের সমর্থক পানি আক্তার ও সাবেক কাউন্সিলর ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজ মন্ডলের সন্ত্রাসী  সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান সংবাদচর্চাকে জানান, ইপিজেডের ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন আহত হয়েছে।  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।