সিদ্ধিরগঞ্জের সাইনর্বোডে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক পরিবহনের চাপায় এক পথচারি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম সাদেকুর রহমান। সে ঢাকার রূপনগর আবাসিক এলাকার মৃত আলহাজ¦ মজিবুর রহমানের ছেলে। গতকাল রাত সোয়া ১২টায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দূর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু বক্কর জানান, গতকাল রাত সোয়া ১২টার সময় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোন এক পরিবহন সাদেকুরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সাদেকুরের মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।