আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের কদমতলীতে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলা সাইনবোর্ড ভাংচুর থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জের কদমতলীতে

সিদ্ধিরগঞ্জের কদমতলীতে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে আল হেলা ইন্টারন্যাশনাল হাই স্কুলে সাইনবোর্ড ভাংচুর করেছে সন্ত্রাসীরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নাসিক ৭নং ওয়ার্ড কদমতলী নয়াপাড়া এলাকা এ ঘটনাটি ঘটে। এসময় স্কুলের শিক্ষার্থীরা ও অভিবাবকরা আতংকিত হয়ে পরে। ভয়ে শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে থেকে বের হয়ে স্কুল মাঠে চলে আছে। এ ঘটনায় মো:শাহজাহান বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন। অপর দিকে হামলাকারিরা দাবি করেছেন স্কুলটি তাদের জায়গায়। তাই তারা স্কুলের ভেতর দিয়ে খালি জায়গায় বালু ভরাট করা সময় স্কুলের সাইবোর্ডটি পরে যায়। পরে সাইনবোর্ডটি লাগিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, আল হেলা ইন্টারন্যাশনাল হাই স্কুলে রোববার দুপুর সাড়ে ১২ টায় নাসিক ৭নং ওয়ার্ডের বাবুল মিয়া, গনী,মনির, মিয়া,আমান উল্লাহ মন্ডল ও জামান মন্ডল সহ অজ্ঞাত ১০-১২জনের একটি সন্ত্রাসী দল স্কুলে ঢুকে সাইনবোর্ড ভাংচুর করে,গালাগালি করে, এবং জীবন নাশেন হুমকি দেয়। ভয়ে শিক্ষার্থীরা শ্রেনী কক্ষ থেকে মাঠে চলে আসে। তাৎক্ষনিক পুলিশকে খবর দিলে এস আই রেজাউল করিম ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আবার সন্ত্রাসীরা এসে সাইনবোর্ড নিয়ে যায়। এবং অন্য একটি নামে সাইনবোর্ড সাটায়। পরে পুলিশে খবর দিলে দুপুর সাড়ে ১২ টায় ঘটনা স্থলে গিয়ে কাউকে না পেয়ে চলে আসে।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষকা শিউলি বেগম বলেন, ১৫০ জনে শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি ১২-১৪ বছর ধরে চলছে। কোন দিন কেউ আসেনি বা সাইনবোর্ড ভাংচুর করেনি। গত ২ দিন ধরে সাইনবোর্ড ভাংচুর ও আমাদের গালিগালাজ করায় শিক্ষার্থীসহ অভিবাবকরা ভয়ে আছে। আমরা পুলিশ প্রশাসনের সহযোগীতা চাই।
এদিকে আমানউল্লাহ মন্ডল জানান, এ সম্পতি আমার বাবা মেহের আলীর। আমরা পত্রিক সুত্রে মালিক। দীর্ঘদিন আমাদের কোন কাগজ পত্র না থাকায় আমরা সম্পতিতে যেতে পারিনি। স্কুলের ভেতর দিয়ে খালি জায়গায় বাবুল ভরাট করার সময় সাইনবোর্ডটি বেঙ্গে যায়। যা তাৎক্ষনিক নতুন একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি। এদিকে সোমবার সিদ্ধিরগঞ্জ থানার এস আই রেজাউল করিম উভয় পক্ষেকে থানায় ডেকে আগামী ৩১ আগস্ট শুক্রবার থানায় বসে বিষয়টি সমাধানের কথা বলেছে। কিন্তু কি কারনে আমি আমার ভাই, ছেলে সহ আত্মীয় স্বজনের নামে মিথ্যা অভিযোগ করেছে থানায়। তাও সমাধান করা হবে ৩১ আগস্ট বলে দিয়েছে পুলিশ কর্মকতা। সিদ্ধিরগঞ্জ থানার এস আই রেজাউল করিম জানায়, বিষয়টি জমি সংক্রান্ত,তাই উভয় পক্ষেকে ৩১ আগস্ট থানায় আসতে বলেছি।