সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদিদ্ধরগঞ্জে ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার। তকাল বুধবার বিকেলে থানার বার্মাশিল এলাকা থেকে তেিদর গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার ধৃত ইমন ও ডালিমকে মাদক মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইব্রাহিম পাটোয়ারী সঙ্গীয় ফোর্সসহ থানার গোদনাইল বার্মাশিল এলাকার ইমন প্লাজার ২’য় তলায় অবস্থিত আলভি এন্টারপ্রাইজে অভিযান চালায়।
উক্ত অভিযানে গোদনাইল বার্মাশিল এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম ইমন(৩৫) ও একই এলাকার বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের ছেলে রাশেদুল ইসলাম ডালিম(৩৫)কে গ্রেফতার করে। ধৃতদের দেখানো মতে উক্ত অফিস রোম থেকে ২৭’বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বৃহস্পতিবার ধৃত ইমন ও ডালিমকে মাদক মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য গোদনাইল এলাকার দূর্ধষ সন্ত্রাসী ও মাদক ব্যবসাী দেলোয়ার হোসেন দেলুকে রফিকুল ইসলাম ইমনের বাড়ীতে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছিল।###