নিজস্ব প্রতিবেদক: লঞ্চের ম্যানেজারকে মারধরের প্রতিবাদ করায় দুই বন্ধুকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা। আহতদের রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন, শহরের দক্ষিণ রেলিবাগান এলাকার আব্দুল কাশেমের ছেলে মো: শাকিল (২২) ও সোহাগ।
জানা গেছে, গত ১৮ অক্টোবর রাত ৯টায় নগরীর সাহাপাড়া ঘাটে একটি লঞ্চের মালিককে মারধর করার উদ্দেশ্যে এগিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় শাকিল ও জাহিদ তাদের বাধা দিলে ক্ষিপ্ত হোন সন্ত্রাসীরা। পরে তাদের উপরই চড়াও হয় সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা তাদের পিটিয়ে আহত করে।
এ ঘটনায় আহত শাকিল বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ করে ২০ জনকে আসামীকে একটি অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হলেন, বন্দর চিতাশাল এলাকার সিরাজ সিকদারের ছেলে রাজিন সিকদার (২৭), বন্দর নূরবাগ এলাকার পাতলা মিয়ার ছেলে রাজু ও বন্দর জামাইপাড়া এলাকার ইউসুফের ছেলে ইমন।
এব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সংবাদচর্চা কে জানান, দুই টা ছেলে সন্ধ্যায় এসে অভিযোগ দিয়েছে। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।