আজ রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সারা দেশে বাম জোটের হরতাল পালিত

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে আধাবেলা হরতাল করেছে বাম গণতান্ত্রিক জোট। রোববার সকাল ৬টা থেকে এই হরতালে রাজধানীর পল্টন, প্রেসক্লাব, শাহবাগ এলাকায় মিছিল করছেন সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলনসহ জোটভুক্ত বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা।

প্রগতিশীল ছাত্র জোটের কর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করায় ওই মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তবে রাজধানীর অন্যান্য এলাকায় যানবাহন চলছে স্বাভাবিকভাবে। হরতালের মধ্যে বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, হরতালের তেমন কোনো বিরূপ প্রভাব পড়েনি, যান চলাচল স্বাভাবিকই আছে।

আর পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, তার এলাকায় বিভিন্ন বাম সংগঠন রাস্তায় মিছিল করেছে। সকালে পল্টন মোড়ে একটা গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। তবে পরে আর কোনো ঝামেলা হয়নি।

বাম সংগঠনগুলোর এই হরতালে বিএনপি ও তাদের শরিক কয়েকটি দল সমর্থন জানালেও তাদের কর্মীদের এদিন মাঠে দেখা যায়নি।

বাম জোটের শরিক সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে হরতাল শেষে নতুন কর্মসূচি দেওয়া হবে।

সরকার গত ৩০ জুন সব পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলে তার প্রতিবাদে ৭ জুলাই দেশজুড়ে আধাবেলা হরতাল করার ঘোষণা দেয় বাম গণতান্ত্রিক জোট।

স্পন্সরেড আর্টিকেলঃ