আজ রবিবার, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সারা দেশে পাটের বাম্পার ফলন

পাবনা নাটোর সহ সারা দেশে চলতি বছরে পাটের বাম্পার ফলন হয়েছে। দাম বেশি থাকায় পাট চাষীরা অনেক খুশি। পাবনা প্রায় ১০  হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তার মধ্যে বেড়া উপজেলা প্রায় ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তবে চাষীদের মধে পাট বিক্রিতে দালাল আতঙ্ক রয়েছে। চাষীরা চায় বন্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে বাজারগুলোতে অভিযান করা হোক।

প্রসঙ্গত বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের উৎসাহে অনুপ্রাণিত হয়ে চাষীরা এবার মাঠ চাষ শুরু করে। যে জমিতে চাষীরা পাট চাষ করা বাদ দিয়েছিলো সেই সকল জমিতে এবার পাট চাষ হয়েছে। দায়িত্ব নিয়ে গোলাম দস্তগীর গাজী প্রথম বছরে দক্ষতার পরিচয় দিয়েছেন।

উল্লেখ্য পাট কাটার পরে কাঠি হতে আশ বের করতে অনেক শ্রমিক লাগে। নারী পুরুষ যৌথ ভাবে রোদ বৃষ্টিতে ভিজে পাট থেকে আশঁ বের করে। 

সরেজমিনে দেখা গেছে নাটোর পুরুষ যৌথ ভাবে পাট থেকে আঁশ বের করছে। তবে বন্যার কারণে কিছু কিছু জায়গায় পাট ভেসে গেছে। বিশেষ করে নাটোরের চলন বিল ও বগুড়া গাইবান্ধা জেলায়।

স্পন্সরেড আর্টিকেলঃ