আজ মঙ্গলবার, ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদেরকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে:গোলাম মর্তুজা পাপ্পা

সামাজিক অবক্ষয়

সামাজিক অবক্ষয়

সংবাদচর্চা ডেস্ক: শিক্ষার্থীদেরকে সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করে দেশ ও জাতির কল্যাণে কাজের উপযুক্ত করে গড়ে তুলার আহবান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও যমুনা ব্যাংকের পরিচালক সাংসদ পুত্র গাজী  গোলাম  মর্তুজা পাপ্পা।

বৃহস্পতিবার বিকেলে  রূপগঞ্জ উপজেলার মুগরাকুল এলাকায় ভ‌য়েজ অব ষ্টু‌ডেন্ট’স কিন্ডার গা‌র্টেন এবং দিঘীবরাব আইডিয়াল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্র‌তি‌যোগিতা, পুরস্কার বিতরণ, কৃ‌তি শিক্ষার্থী‌দের সংবর্ধনা ও ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তরুণ শিল্প উদ্যোগক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন,  বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন এনেছে।  শিক্ষার্থীদেরকে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে বছরের শুরুতে বিনামূল্যে বই বিতরণ ,উপবৃত্তি, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন, মাল্টিমিডিয়া ক্লাস চালু সহ নতুন নতুন ভবন নির্মাণ করে দিয়েছে।  শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে।

শিক্ষকদের উদ্দেশ্যে  গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা বলেন:কোন দেশের ভবিষ্যৎ নির্ভর করে সে দেশের শিক্ষার্থীদের উপর। শিক্ষার উদ্দেশ্যই বিশ্ব মানবতার কল্যাণ। আমাদের ছেলে মেয়েদের সু শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

তারা‌ব পৌরসভার ৯নং ওয়ার্ড কাউ‌ন্সিলর বিএম অা‌তিকুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে অন্যান্যের মধ্যে  উপ‌স্থিত ছি‌লেন,বিশিষ্ট শিল্পপতি রফিকুল ইসলাম,অাওয়ামী লী‌গের সভাপ‌তি মোলজার হো‌সেন, সাধারন সম্পাদক অামান উল্লাহ অামান, কাউন্সিলর মনির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের, সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, অাওয়ামীলীগ নেতা এনামুল হক রতন, তারা‌ব পৌর যুবলী‌গের সভাপ‌তি মোশারফ হো‌সেন, সাধারন সম্পাদক অা‌নোয়ার হো‌সেন,সহসভাপ‌তি নাজমুল হাসান মাসুম, মুড়াপাড়া ক‌লেজ ছাত্র সংস‌দের ভি‌পি শাহ‌রিয়ার পান্না সো‌হেল,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক রাতুল অাহ‌মেদ খোকন, তারা‌ব পৌর স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারন সম্পাদক মে‌হেদী হাসান বা‌বেল, ভ‌য়েজ অব ষ্টু‌ডেন্ট’স কিন্ডার গা‌র্টেন এন্ড হাই স্কুলের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি মোহাম্মদ অা‌জিজুর রহমান,  প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ,দিঘীবরাব আইডিয়াল হাইস্কুলে প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইউনুস,রুপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি মো:ইউসুফসহ প্রমুখ।

 

 

স্পন্সরেড আর্টিকেলঃ