আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাব্বির  আলম খন্দকারের ১৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে  শোক র‌্যালী অনুষ্ঠিত

সংবাদচর্চা রিপোর্ট:

সাব্বির  আলম খন্দকারের ১৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে  শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা শোক র‌্যালী বের করে। র‌্যালী শেষে আলোচনা সভা ও  মরহুমের আত্নার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দাকার, সদর উপজেলা চেয়ারম্যান এড.আজাদ বিস্বাস,মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল,বিএিনপি নেতা খন্দকার মনিরুল ইসলাম,জেলা ওলামা দলের সভাপতি শামছুর রহমান বেনু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব,মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল,মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু,আইনজীবি নেতা এড.সরকার বোরহান,এড.হামিদ ভাসানী,এড,শিপলু,জেলা শ্রমিক দল সভাপতি নাসির উদ্দিন,মহানগর শ্রমিক দলের সাধারন সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।সমাবেশ পরিচালনা করেন এড.আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দাকার বলেন, ‘আমার ভাইকে কোন ব্যক্তিগত কারণে হত্যা করা হয়নি। শুধু মাত্র সমাজসেবায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। আমার ভাই আইনশৃঙ্খলার মিটিংয়ে সন্ত্রাসী চাঁদাবাজীদের নাম উল্লেখ্য করে এবং তারা কে কত টাকা পায় এসব বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। আজও আমার ভাইয়ের হত্যা বিচার পাইনি। শুধুমাত্র টাকার কাছে হেরে গেছি। হত্যাকারীরা টাকা দিয়ে ত্রুটিপূর্ণ চার্জশীট করিয়েছে। তাই আজও বিচার পাইনি। খুনিরা আবারো ঢাকায় ফিরে আমাদের খুন করার হুমকি দিচ্ছে। তিনি ১৮ই ফ্রেবুয়ারীকে সন্ত্রাস ও মাদক বিরোধী দিবস ঘোষণার দাবী করেন।