আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক ছাত্রলীগ নেতা সাইকেল উপহার দিলেন, বাদশা মিয়াকে

 

নব কুমার, বেড়া (পাবনা) প্রতিনিধি :  পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ৯০ দশকের তুখড় ছাত্র নেতা মন্ডল স্কিন প্রিন্টিং এর ম্যানেজিং ডায়রেক্টর এ,বি,এম মাসুদ। গত শুক্রবার জগনাথপুরের বাদশা নামের একজন দরিদ্র ব্যক্তিকে নতুন বাই সাইকেল উপহার দেন। এসময় মাসুদ বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক। আর্ত মানবতার সেবা করাই আমার লক্ষ। আমি বাদশা মিয়াকে তার কাজের জন্য বিভিন্ন সময উৎসাহ উদ্দিপনা দিয়ে যাচ্ছি। মিয়ানমার যেভাবে রোহিঙ্গাদের উপর নির্যাতন করছে সেটা মেনে নেয়া যায় না। মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম।

 

সরোজমিনে ঘুরে দেখা যায় যে,  বাদশা মিয়া একজন তাঁতী। তার কাজের ফাঁকে হাটুরিয়া নাকালিয়া এলাকার বিভিন্ন গ্রামে বিনা মূল্যে বিভিন্ন প্রকার সবজির বীচ বিতরণ করেন ও বিভিন্ন বৃক্ষ রোপন করেন। শুধু তাই নয়, তার ভাঙ্গা সাইকেলে লেখা থাকে বিভিন্ন প্রকার শ্লোগান। যেমন, বৃক্ষ রোপন করুন, মাদক কে না বলুন, বাল্যবিবাহ বন্ধ করুন ইত্যাদি।

গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত ইত্যাদি অনুষ্ঠানে বাদশা মিয়াকে তার সেবামূলক কাজের স্বীকৃতিস্বরুপ কেয়া কসমেটিকস এর সৌজন্যে ১ লাখ টাকার চেক উপহার দেন। উল্লেখ্য যে, গত সপ্তাহে এ,বি,এম মাসুদ সাহেব রোহিঙ্গাদের সেবায় বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বাদশা মিয়ার সাইকেলের নাজুক অবস্থা দেখে সে তার ভাল কাজের জন্য একটি সাইকেল উপহার দিলেন।