আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক চেয়ারম্যান মনজুর মৃত্যুতে মন্ত্রী গাজীর শোক

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন ভুঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ( ১৮ অক্টোবর) সকালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক , মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের জানাজার নামাজে অংশ নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন , মনজুর হোসেন ভুঁইয়া আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা ছিলেন। দুঃসময়ে তিনি দলের জন্য অনেক কাজ করেছেন। আন্দোলন সংগ্রামে তিনি মাঠে ছিলেন। চেয়ারম্যান হয়ে তিনি গোলাকান্দাইলের জনগণের জন্য অনেক কিছু করেছেন। তিনি নিজের কষ্টের কথা বলেন নি। আল্লাহ্ যেনো তাকে বেহেস্ত নসিব করেন।