আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সানারপাড় মাছের ভেজাল খাবার তৈরির অভিযোগে দুইজনের কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে  প্রাণী সম্পদ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ উদ্যোগে ভেজাল বিরোধী  অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ সময় সিদ্ধিরগঞ্জের সানারপাড় বটতলা এলাকায় তপু এন্টারপ্রাইজ নামের মাছের ভেজাল খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান এবং অননুমোদিত সাবান উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দু’ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়।

অভিযানের আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.এনামুল হক তালুকদার। অভিযানে র‌্যাব -১১ মেজর নাজমুছ সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিনসহ বাহিনীর সদস্যরা অংশ নেয়।

জানা গেছে, মাছের খাদ্য উৎপাদকারি কাখানাটিতে ট্যানারির বর্জ্য ও শুটকির পরিত্যক্ত বর্জ্য দিয়ে মাছের খাদ্য তৈরি করা হত। প্রচুর পরিমানে এমবিএম (মিট এন্ড বোন মিল) মিশ্রিত মাছের খাবার তৈরিতে এই উপাদান ব্যবহারে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তদুপরি আইনশৃঙ্খলা বাহিনির চোখকে ফাঁকি দিয়ে একটি চক্র গোপনে এই কাজগুলো করে যাচ্ছে। মাছের ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়াল আলম কারখানাটির অংশীদার মিজানুর রহমান (৩৪) কে এক বছরের কারাদন্ড এবং কর্মচারী এরশাদ মিয়াকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন। এসময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া প্রায় ২১০ টন ভেজাল খাদ্য কারখানাটি থেকে জব্ধ করা হয়েছে।

এদিকে ওই প্রতিষ্ঠানটির পাশেই মেসার্স শহিদ সোপ ফ্যাক্টরী নামের একটি সাবান কারখানায়ও অভিযান চালানো হয়। এসময় কারখানার লাইসেন্সটি মেয়াদ উত্তীর্ণ ও কেমিষ্ট না থাকায় প্রতিষ্ঠানটিকে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়। কারখানাটি থেকে ৫০০ কেজি অননুমোদিত ডিটার্জেন্ট পাউডার জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটিকে ১৫ দিনের সময় বেধে দেন কাগজপত্র ঠিক করতে এবং নিজস্ব ল্যাব তৈরি করে মানসম্পন্ন একজন ক্যামিষ্ট নিয়োগ দিতে বলা হয়েছে। অন্যথায় কারখানাটি বন্ধ করে দেওয়া হবে।