আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সানারপাড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদচর্চা অনলাইনঃ 

নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় ৪’শ পিস ইয়াবাসহ আমান হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে র‍্যাব-১১। সে সোনারগাঁ থানার নুনেরটেক চর কমলাপুর এলাকার মৃত মহর আলীর ছেলে।

মঙ্গলবার ৯ই ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী পেশায় একজন রং মিস্ত্রি। দীর্ঘদিন যাবৎ রং মিস্ত্রি পেশার আড়ালে সে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

র‍্যাব আরও জানায়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে কক্সবাজার হতে অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ