সংবাদর্চচা রিপোর্ট:
আন্দোলন তো মাত্র শুরু হয়েছে। সামনে আরো আন্দোলণ চলবে। যতদিন পর্যন্ত সাদপন্থী এতয়াতিরা ক্ষান্ত না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ মাইর খাইছি আমরা। রক্ত ঝরছে আমাদের। সেই রক্তের প্রতিশোধ নিয়ে ছাড়বো ইনশা আল্লাহ।
শুক্রবার (২১ জুন) বিকালে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রেস ক্লাবের সামনে এক সভায় হেফাজত ইসলামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল আউয়াল এসব কথা বলেন। সাদপন্থী এতায়াতিদের ইজতেমার নামে বিশৃঙ্খলা বন্ধের দাবীতে বিশাল বিক্ষোব মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন হেফাজত ইসলামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। বিক্ষোভ মিছিলটি ডি আই টি মসজিদ থেকে শুরু করে শহড়েরর প্রদান সড়ক গুলো প্রদক্ষিন করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
আব্দুল আউয়াল বলেন, আমাদের থেমে থাকলে হবে না।সকলকে প্রস্তুত থাকতে হবে। সাদ পন্থীরা যদি নারায়ণগঞ্জ সদর-বন্দর, আড়াইহাজার এমনকি জেলার যে কোন স্থানে ইজতেমা করতে চায়,আমরা যে কোন মূল্যে তাদের প্রতিহত করবো। যার যার অবস্থান থেকে, যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো।
তিনি আরো বলেন, হকের জন্য নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করব। সাদপন্থীরা চোরের মত এস্তেমার ঘোষণা দিতে পারে। তাই আমরা সকলে সতর্ক এবং সজাগ থাকবো। নিশ্চয় আমরা হকের উপর আছি এতে কোন সন্দেহ নেই। যে খানে দারুল উলুম দেওবোন্দের সকল আলেম এক হয়ে বলেছে সাদ বাতিল। সাদকে আল্লাহ হেদায়াত দান করুন। আমরা তার জন্য দোয়াা করি।
উল্লেখ্য এ বছরের জানুয়ারি মাসের ১৬ এবং ১৭ তারিখ বিশ্ব উজতেমা অনুষ্ঠিত হয়। সেখানে সাদপন্থী শয়তানরা তাবলীগ জামায়েতর লোকের উপর হামলা চালায়। সেখানে অনেক মানুষ আহত হয়েছিল।