খালেদার রায়ে সন্তুষ্ট সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের আনন্দ মিছিল।
মোঃ ইকবাল হোসেন,সাতকানিয়া সংবাদদাতা:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ,ও তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিদেরকে ১০ বছরের কারাদণ্ড এবং ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকার অর্থদণ্ড করাই সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ও ছাত্রলীগ আনন্দ শুভযাত্রা, মোটরসাইকেল শোভাযাত্রা, এবং আনন্দ মিছিল করেন। সাতকানিয়া সদর হয়ে চট্টগ্রাম – কক্সবাজার রোডে এই আনন্দ মিছিল ওও মোটরসাইকেল শুভযাত্রা করে।এতে উপস্থিত ছিলেন :-
সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুন্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন,দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল,মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী,সাতকানিয়া পৌর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নেজাম উদ্দিন চৌধুরী,এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজুরুল ইসলাম মানিক,সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হারেজ মোহাম্মদ,দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ
জুনাইদ,সাতকানিয়া সরকারী কলেজের সভাপতি মোঃ ইদ্রিস,এমপি নদভীর সচিব,সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ শাহেদ, এমপির এডমিন দেলোয়ার হোসেন বেলাল ও সাতকানিয়া উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।