আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাকিব তামিমদের দুঃসংবাদ

১১ জন বাংলাদেশি ক্রিকেটার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টে দল পাননি । ফলে এই টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে মাঠ মাতাতে দেখা যাবে না।

বাংলাদেশি ক্রিকেটাররা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।

জানা গেছে, এই টুর্নামেন্টে অংশ নিতে প্রথমে প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছিলেন সাকিব, মুশফিক, তামিম, মিঠুন, মুস্তাফিজ ও সাইফউদ্দিন। পরে এদের সঙ্গে নতুন করে যোগ হয় আরোও পাঁচ ক্রিকেটার। এদের মধ্যে ছিলেন অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, ব্যাটসম্যান লিটন কুমার দাস ও দুই পেসার তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।

তবে গতকাল রবিবার স্কাইয়ের স্টুডিওতে এই টুর্নামেন্টের অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। অবিক্রিত থেকে গেছেন সকলে।

আরো জানা গেছে, ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তি মূল্য ধরা হয়েছিল অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবালের। যদিও তারা দুজনও বাকি ৯ জন বাংলাদেশির মতো এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না।

সাকিব-তামিম দুজনেরই ভিত্তি মূল্য ছিল ১ লাখ পাউন্ড। এছাড়া মুস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্য ছিল ৬০ হাজার পাউন্ড। আর মুশফিক, লিটন ও ইমরুলের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪০ হাজার পাউন্ড।

সর্বশেষ সংবাদ