আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাওঘাটে রি-রোলিং মিলে বিস্ফোরণে নিহত ১

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার রহিমা রি-রোলিং মিলের লোহা গলানোর পাত্র (ভাট্টি) বিস্ফোরণ হয়ে শংকর শাহা (৪২) নামের এক শ্রমিক নিহত হয়েছে। দগ্ধ হয়েছে অপর ছয় শ্রমিক। গতকাল ৪ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ৪মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় রহিমা রি-রোলিং মিলের লোহা গলানোর পাত্র বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে শংকর শাহা নামের এক শ্রমিক নিহত হয়। দগ্ধ হয় মিলের শ্রমিক ইয়াসিন (৩০), ইব্রাহিম (৩২), অয়ন (২০), জুয়েল (৩৫), রাব্বি (৩৫) ও আলমগীর (৩০)। তাদেরকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরআইসিএল স্টিল মিলের সুপারভাইজার হারুন উর রশিদ জানান, কারখানার ভাট্টিতে লোহা গলানোর সময় হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে ৭ জন শ্রমিক গুরুতর দগ্ধ হন।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদ আলম বলেন, বিকেল তিনটায় ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে তারা অনেক পরে জানায়। যেখানে ঘটনা ঘটেছে সেখানে অগ্নি নির্বাপক কোন যন্ত্র দেখা যায়নি।
এছাড়া শ্রমিকরা যে ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করার কথা সেগুলো তারা ব্যবহার করেনি বলেও মিলস সূত্রে জানতে পেরেছি।

সর্বশেষ সংবাদ