আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাওঘাটে অবৈধ বিদ্যুত ব্যবহারের দায়ে শের আলীর ছেলেকে জরিমানা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এবং সোনাব গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে এ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় সাওঘাট এলাকার আলহাজ্ব শের আলীর ছেলে সিরাজুল ইসলামকে অবৈধ বিদ্যুত ব্যবহারের দায়ে ৫৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া  বিদ্যুৎ আইন ১৯১০ এর ৪০(ক) ও ৪৪ ধারায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় সোনাব গ্রামের হাজী শামসুদ্দিনের ছেলে  আমির হোসেনকে । আমির হোসেন বেকারীকেও উক্ত আইনের একই ধারায় ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন অনাদায়ে প্রত্যেককে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সংবাদচর্চাকে জানান, জরিমানার টাকা তাৎক্ষনিক পরিশোধ করেছেন সিরাজুল ইসলাম এবং আমির হোসেন।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা বাস্তবায়ন করছি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।