র্যাব-১১ সিদ্ধিরগঞ্জে ১শ পিস ইয়াবাসহ ইব্রাহীম হোসেন ওরফে বাবু (২২) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে । গ্রেপ্তারকৃত ইব্রাহিম হোসেনকে শরিয়তপুর, ভেদেরগঞ্জ এলাকার দ্বীন ইসলামের ছেলে।
রোববার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করে হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আসামী ইব্রাহিম হোসেন ওরফে বাবু (২২)কে গ্রেপ্তার করা হয়। উক্ত আসামী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে যাচ্ছিল। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।