নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জের সাইনবোড এলাকায় পরিবহন সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে। শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি পরিবহন সন্ত্রাসীরা শিক্ষার্থীদের মারধর করে পুলিশেও সোপর্দ করে পরিবহন সন্ত্রাসীরা। তবে পুলিশ শিক্ষার্থীদের আটকের কথা কথা অস্বীকার করেছে। তারা হলো-সিজানুর রহমান, কাউসার আহমেদ, সজিব ও হৃদয়।
দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধের মধ্যে বুধবার সকাল ৭টা থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হামলা করে পরিবহন সন্ত্রাসীরা। এসম কয়েকজন শিক্ষার্থীকে প্রচন্ড মারধর করা হয়।
শরীরে স্কুলড্রেসের মতো পোশাক দেখে তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগিরা।
রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধের মধ্যে বুধবার সকাল ৭টা থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এরই এক পর্যায়ে ছাত্র সন্দেহে ৪ জনকে গণপিটুনি দেয় এবং পরে পুলিশের হাতে সোপর্দ করে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান তাদেরকে আট করা হয়নি। পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে সাইনবোড এলাকায় সড়ক অবরোধ করে ৪ ছাত্রকে মারধরের খবর পেয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী সাইনবোর্ডের দিকে রওয়ানা হলে পরিবহন শ্রমিক নামধারী সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।