আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সাবেক সাংসদের মায়ের দাফন সম্পন্ন

সাংসদের মায়ের জানাযা সম্পন্ন

সোনারগাঁয়ে সাবেক সাংসদের মায়ের জানাযা সম্পন্ন
সাংসদের মায়ের জানাযা সম্পন্ন

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের মাতা ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত আবুল হাসনাতের স্ত্রী মমতাজ বেগমের জানাযা সম্পন্ন হয়েছে।

বুধবার বাদ আসর মোগরাপাড়া হাই স্কুল মাঠে মরহুমার জানাযা অনুষ্টিত হয়। জানাযা শেষে তাকে ঐতিহাসিক মোগরাপাড়া দরগাবাড়ি কবরস্থানে দাফন করা হয়।

এ সময় জানাযায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান, ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই,সাবেক সাংসদ ও জেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম বাহাউল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুল হক দীপু,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, আওয়ামীলীগ নেতা এইচ এম মাসুদ দুলাল, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,জেলা পরিষদের সদস্য বৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার এলাকা বাসী।
উল্লেখ্য গত ৪ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মারা যান মমতাজ বেগম।