আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Important Notice: Dear Munna Khan, kindly settle Invoice #CIT-246357 ASAP. For any inquiries, feel free to contact us. Thank you! www.contriverit.com

সাংবাদিক রিফাতের ২০তম জন্মদিন আজ

সাংবাদিক রিফাতের

সাংবাদিক রিফাতের শিপন মীর:
নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও প্রচার সংখ্যায় ৩য়, স্থানীয় পত্রিকা দৈনিক সংবাদচর্চার স্টাফ রির্পোটার তরুণ সাংবাদিক সৈয়দ মো: রিফাতের ২০তম জন্মদিন আজ। ১৯৯৮ সালের এই দিনে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলায় জন্মগ্রহণ করেন তিনি।

বাবা সৈয়দ মো: রিপন একজন দিনমজুর ও মা জুলেখা বেগম গৃহিণী। তাদের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি বায়োজৈষ্ঠ্য। সরকারী তোলারাম কলেজের বিবিএস (ডিগ্রী) ২য় বর্ষে অধ্যায়নরত রিফাত এরই মধ্যে সাংবাদিকতায় অনেক কিছুই অর্জন করেছে। টাইমস নারায়ণগঞ্জ নামে অন্য আরেকটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রির্পোটার হিসেবে তার সাংবাদিকতা শুরু। এরপর ব্যক্তিগত কারনে কিছু দিন এ পেশা থেকে দূরে থাকলেও বেশী দিন সরে থাকতে পারেননি তিনি। আবার নারায়ণগঞ্জের স্থানীয় জনপ্রিয় দৈনিক সংবাদচর্চার হাত ধরে ফিরে এসেছেন সাংবাদিকতায়।

সাংবাদিকতা ছাড়াও তিনি পেশায় ফতুল্লার কায়েমপুরে অবস্থিত লিপি ওসমান শিশু নিকেতন স্কুলের ছিন্নমূল শিশুদের শিক্ষক। যদিও কিছু দিন আগে একটি ভয়াবহ অগ্নিকান্ডে স্কুলটি পুরে যাওয়ায় বর্তমানে শুধু পড়ালেখা ও সাংবাদিকতা নিয়েই ব্যস্ত।

জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিফাত বলেন, আসলে তেমন কোন অনুভূতি কাজ করছেনা। জন্মদিনে কোন কিছুই করার প্লান নেই। জীবন থেকে ইতিমধ্যে ২০টি বছর চলে গেছে। আমি শুধু আমার আগামী দিনগুলো যাতে ভালোভাবে কাটাতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই এবং সত্যের পক্ষে ও সত্য প্রকাশে জীবনের প্রত্যেকটি দিন যেন কাজে লাগাতে পারি সেজন্য দোয়া চাই।

সাংবাদিক রিফাতের শুভ জন্মদিনে তার আগামীর পথ চলায় সফলতা কামনা করে দৈনিক সংবাদচর্চা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।