সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সংবাদচর্চা পত্রিকার অপরাধ সন্ধান টিমের একজন সক্রিয় সদস্য মো. রাশেদুল হাসান (অভি) কে নারায়ণগঞ্জের আলোচিত হকার ইস্যুর সংবাদ পরিবেশন ও চাঁদাবাজি সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান কার্যক্রম বন্ধ করার জন্য হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, ২৭ জানুয়ারি (রবিবার) অফিসের কার্যক্রম শেষ করে কালিবাজারস্থ ব্যাপিষ্ট চার্জ এর সামনে রাত ০৯:৪৫ ঘটিকার সময় অজ্ঞাত পরিচয়ে ১০/১২ জন যুবক গতিপথ রুদ্ধ করে নারায়ণগঞ্জের আলোচিত হকার ইস্যুর সংবাদ পরিবেশন ও অনুসন্ধান কার্যক্রম বন্ধ করার জন্য বিভিন্ন হুমকি প্রদর্শন করে। এক পর্যায়ে অজ্ঞাত যুবকরা প্রাণনাশের হুমকিও প্রদান করে বলে জানা যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি ঘটনাটি অতন্ত ন্যাক্কারজনক, আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এছাড়া থানায় একটি ডায়েরী করা হয়েছে।