সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট ২তলা একাডেমিক ভবনের ৩য় ও ৪র্থ তলার উধ্বমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি ) বিকালে মন্ত্রী এ কাজ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন,আওয়ামী লীগ মানেই শিক্ষার উন্নয়ন। রূপগঞ্জের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ভবন দিয়েছেন। অন্য কোনো সরকার শিক্ষাখাতে এমন উন্নয়ন করেন নাই।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিক উদ্দিন আহমেদ, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, সাবেক ভিপি মনির, ভিপি তুহিন, এজিএস আশিক, মুড়াপাড়া ইউপি সদস্য লাভলী মানিক, রেহেনা আক্তার সহ অনেকে।