আজ বুধবার, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সহিংসতার প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ


সংবাদচর্চা রিপোর্ট:
সারাদেশে হরতালের নামে সহিংসতার প্রতিবাদে ও বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার ( ৩০ মার্চ) বিকালে উপজেলার ভুলতা এলাকায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার, সহ-সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম, তারাব পৌর ছাত্রলীগ সভাপতি আওলাদ হোসেন, সাধারন সম্পাদক মনির খান সোমেল,মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জি এস সাদিকুল ইসলাম সজিব, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মামুন ভুইয়া, সাইফুল ইসলাম শান্ত , কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাদিম সহ অনেকে।
সভায় বক্তারা হেফাজতের সহিংসতা এবং সম্প্রতি ছাত্রদল ,ছাত্র শিবিরের নৈরাজ্য চেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।