আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সহনীয় পর্যায়ে আছে খাদ্য বিভাগের দুর্নীতি: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য বিভাগের দুর্নীতি সহনীয় পর্যায়ে আছে। খাদ্য মন্ত্রণালয়ই সর্বপ্রথম দুর্নীতি বিরোধী অভিযান শুরু করে। ইতোমধ্যে খাদ্য বিভাগের বেশ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। অনিয়ম আর দুর্নীতির সঙ্গে যারা সম্পৃক্ত থাকবেন, তাদের ছাড় দেওয়া হবে না।

রবিবার দুপুরে আসন্ন আমন সংগ্রহ অভিযান সফল করার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নাজমানারা খানুম।

মতবিনিময় সভায় রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান ও বিভাগের আট জেলার খাদ্য নিয়ন্ত্রকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।