সৈয়দ রিফাত, বিশেষ প্রতিবেদক
একদিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে ফতুল্লার অনেক এলাকা। এর মধ্যে পানিতে থৈ থৈ করছে পশ্চিম ও দক্ষিণ সস্তপুরের বেশ কিছু রাস্তা। পরিকল্পিত ড্রেনেজ ও পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি এখনো রাস্তা থেকে সরেনি। ফলে বাধ্য হয়ে পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে মানুষকে।
সরেজমিনে দেখা গেছে, ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার গোডাউন পট্টি, মধ্য সস্তপুর ও পশ্চিম সস্তাপুর এলাকায় বেশ কয়েকটি রাস্তায় পানি জমে আছে। বৃষ্টি আসার ২দিন পরেও যেমন পানি তেমনই আছে। পানির ওপর দিয়ে মানুষ জুতা হাতে নিয়ে চলাফেরা করছে।
মধ্য সস্তাপুর এলাকার বাসিন্দা আবুল হায়াৎ বলেন, বৃষ্টি আসলেই জলাবদ্ধাতা তৈরি হয় ফতুল্লার অনেক জায়গায়। এর মধ্যে সস্তাপুরের বেশ কিছু জায়গায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারনে পানি সরতে পারে না। ফলে এক জায়গায় দীর্ঘদিন পানি জমে থাকে এবং মানুষকে দূর্ভোগ পোহাতে হয়।
দক্ষিণ সস্তাপুর এলাকার ভাড়াটিয়া ইকবাল মিয়া জানান, এখন গ্রীষ্মকাল। কিছুদিন পরই বর্ষকাল আসবে। তখন আরও বেশি বৃষ্টি হবে। এখনই যদি রাস্তায় পানি জমে থাকে তাহলে তখন কি অবস্থা হবে। তাই বর্ষার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসকল বিষয়গুলো নিয়ে একটু কাজ করতে হবে। অন্যথায় প্রতি বছরের ন্যায় এবারও বৃষ্টির পানির কারণে মানুষকে দূর্ভোগ পোহাতে হবে।
পশ্চিম সস্তাপুর এলাকার স্থানীয় বাসিন্দা ইমন খান বলেন, প্রতিটি বছর এসময়টিতে মানুষ রাস্তায় পানির জন্য কষ্ট করে। দীর্ঘদিন যাবৎ এরকম সমস্যা ফতুল্লায় বিদ্যমান। তারপরেও কোন স্থায়ী সমাধান মিলছে না। কিন্তু কেন? তাহলে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে লাভ কি? স্থানীয় সাংসদ, ইউপি চেয়ারম্যান এসকল বিষয়গুলো কি দেখে না। মানুষ আর কতো কষ্ট করবে। তাই অনতিবিলম্বে এসকল সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন তিনি।
এসএমআর