আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশক্তি দিয়ে রোহিঙ্গাদের পাশে দাড়াতে হবে-এ্যাডঃ তৈমূর আলম খন্দকার

 

রূপগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় বধির সংস্থার পক্ষ থেকে রোহিঙ্গা শরনার্থীদের ত্রাণ বিশেষ করে শিশু খাদ্য সরবরাহ করার জন্য সাধারণ সম্পাদক ফজলে এলাহী খানের নেতৃত্বে ১২ সদস্যের একটি বধির টীম অদ্য শরনার্থী শিবিরের উদ্দেশ্যে রওনা হচ্ছে।

এ উপলক্ষে সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ তৈমূর আলম খন্দকার সংস্থার পক্ষ থেকে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করে বলেন যে, ১৯৭১ ইং সনে আমরাও শরনার্থী হয়েছিলাম। শরনার্থী হওয়ার কষ্ট আমরা বুঝি। সাম্প্রদায়িকতার শিকার বর্তমানে মুসলিম রোহিঙ্গারা। রোহিঙ্গারা একমাত্র মুসলমান হওয়ার কারণে তথাকথিত অহিংস বৌদ্ধরা তাদের নির্মম নির্যাতন করে দেশ ছাড়তে বাধ্য করছে। রোহিঙ্গাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারী বিধি ও নিয়ম অনুশরন করে ত্রাণ বিতরণের কাজ করার জন্য তিনি এ টীমকে নির্দেশ প্রদান করেন। তাছাড়া কোন বধির রোহিঙ্গার খোজ খবর পাওয়া যায় তবে সে বধিরের জন্য সর্বাত্বক সহযোগীতা প্রদান করা হবে।