নবকুমার:
বস্ত্র ও পাট মন্ত্রীর স্ত্রী তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত যুগউপযোগী বাস্তবমুখী সিলেবাস প্রণয়ন করেছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে পারছে। শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার রূপসী গাজী ভবনে তারাব পৌরসভার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সিলেবাস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা নকল মুক্ত করতে বহুমুখী সিলেবাস দিয়েছে। যতবার আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেছে ততবার বাংলার মানুষ কিছু পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাখাতে বিপ্লব ঘটেছে।
হাছিনা গাজী শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিখাবেন। কোন শিক্ষার্থী যেন বিপদগামী না হয় সে দিকে লক্ষ্য রাখবেন। মাদক সন্ত্রাসের কুফল তুলে ধরবেন।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহেদা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিদা সুলতানা , বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কবির উদ্দিন, মাসাবো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, কর্ণগোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমেদ প্রমুখ।