আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্কুল সরকারি করনের জন্য জমির দলিল সরকারের কাছে হস্তান্তর

সরকারের কাছে হস্তান্তর

সরকারের কাছে হস্তান্তর

 

নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁয়ের মোগড়াপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন স্কুল সরকারি করণের লক্ষ্যে স্কুলের স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৪ মে) দুপুরে স্কুল প্রঙ্গানে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে স্কুলের জমির দলিল হস্তন্তর করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা সাবরেজিষ্ট্রার মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা মনির হোসেন, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা প্রতিটি উপজেলায় একটি করে স্কুল সরকারি করনে সিদ্ধন্ত গ্রহন করেন। সেই মোতাবেক মোগড়াপাড়া এইচজিজিএস স্মৃতি স্কুল সরকারি করনের জন্য বাংলাদেশ সরকারের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়ের অনুকুলে স্কুলর স্থাবর অস্থাবর সম্পত্তি জমির দলিল হস্তান্তর করা হয়েছে।