আজ সোমবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারের কাছে এখন মা বোনদের ইজ্জতের কোন দাম নেই –এড.তৈমূর

সরকারের কাছে এখন মা বোনদের

সরকারের কাছে এখন মা বোনদের ইজ্জতের কোন দাম নেই –এড.তৈমূরসরকারের কাছে এখন মা বোনদেরনিজস্ব প্রতিবেদক:

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচীতে পুলিশী হামলা ও গণ গ্রেফতারের নামে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রহিমা শরীফ মায়া,মহানগর মহিলাদলের আহবায়িকা রাসিদা জামাল,জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক ফৌজিয়া আক্তার পপি,সোনারগা থানা মহিলা দলের সভাপতি রুমা আক্তার,আড়াইহাজার মহিলা দলের মরিয়ম আক্তার ও মহানগর মহিলাদল নেত্রী ডলি আহম্মেদকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দাবী করেছেন বিএনপির চেয়ারপার্শনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

প্রতিবাদ বিবৃতিতে বিএনপির চেয়ারপার্শনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার বলেন,বাকশালী সরকারের কাছে এখন মা বোনদের ইজ্জতের কোন দাম নেই।পুলিশ যেভাবে নারী নেত্রীদের লাঠি পেটা করেছে ও টেনে হিছরে গ্রেফতার করেছে তাতে পাক হানাদারের কথা মনে করিয়ে দেয়।এড.তৈমূর অবিলম্বে গ্রেফতারকৃত নারী নেত্রীদের মুক্তি দাবী করেছেন।

নেতাকর্মীদের হয়রানী,মিথ্যা মামলা দায়ের,বিনা কারনে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তি দাবী করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মমতাজউদ্দিন মন্তু,আনোয়ার হোসেন আনু, রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান প্রমুখ।